এক দফা দাবিতে কুমিল্লায় ১২ দলের বিক্ষোভ

জাহিদ বিপ্লব, কুমিল্লা থেকে
| আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৪:০৬ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৩, ১৩:৩৯

বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে ১২ দলীয় জোট।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা শহরের আলেখার চর চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে রোডমার্চে অংশ নেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা ১২ দলীয় জোট নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরামের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান। বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহিদুর রহমান তামান্না, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল মালিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন শামীমসহ ১২ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এহসানুল হুদা বলেন, সারাদেশের মানুষ আজ ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে রাস্তায় নেমেছে। সরকার জনবিচ্ছিন্ন হয়ে দমন-পীড়ন চালিয়ে আন্দোলন দমিয়ের রাখার অপচেষ্টা করছে। কোনো লাভ নেই, জনতার বাঁধ ভাঙা স্রোতে ভেসে যাবে সব অন্যায় অবিচার।

তিনি বলেন, ইতিমধ্যে সরকারদলীয় নেতাকর্মীরাও বুঝে গেছে তাদের সময় শেষ হয়ে আসছে। তাই এখন সভা-সমাবেশে ভাড়া করে জোর করে, চাকরি হারানোর ভয় দেখিয়ে লোকজনকে উপস্থিত করতে বাধ্য করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে দলীয় মতাদর্শের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের। তোলা দুধে পোলা বাঁচানো যায় না। সময় থাকতে থাকতে আপসে বিদায় নেন। নতুবা আপনাদের করুণ পরিণতি দেখে গাছের পাতাও কাঁদবে।

ঢাকাটাইমস/০৫অক্টোবর/জেবি/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

অসুস্থ তাঁতীদল নেতা রেজাউল করিমকে দেখতে গেলেন কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ

শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের কর্মসূচি

জাপাকে বিক্রি করে নেতাকর্মীদের ক্রীতদাস বানানোর চেষ্টা হয়েছে: কাজী মামুন

আ.লীগই ষড়যন্ত্র করে: সালাম

দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের কিছুই অবশিষ্ট নেই: জামায়াত

ডোনাল্ড লু প্রসঙ্গে বেশি কথা বলতে চান না মির্জা ফখরুল

বিএনপির আরও পাঁচ নেতা বহিষ্কার

ইসরায়েলি লবির সঙ্গে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি: হাছান মাহমুদ

ডোনাল্ড লু'র আগমনে সরকার ভীত: ববি হাজ্জাজ

গণতন্ত্রের আস্থার মূল জায়গা ধ্বংস করে ফেলা হয়েছে: গয়েশ্বর

এই বিভাগের সব খবর

শিরোনাম :