ফু-ওয়াং ফুডসের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৩, ২১:৪৩

প্রায় পাঁচ কোটি টাকার আয়কর পরিশোধ না করায় দেশের প্রসিদ্ধ খাদ্য প্রস্তুত ও বাজারজাতকরণ কোম্পানি ফু-ওয়াং ফুডসের সব ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোম্পানিটির সকল ধরনের ব্যাংক লেনদেন ও হিসাব বন্ধ থাকবে।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-১৫ এর উপ কর কমিশনার মো. রুহুল আমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেশের সকল ব্যাংকের ম্যানেজার এবং শাখা প্রধান বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, করদাতা কোম্পানি ফু-ওয়াং ফুডসের আয়কর বাবদ বকেয়া ৪ কোটি ৮২ লক্ষ ৭৬ হাজার ৩৮৭ টাকা এখনো পরিশোধ করেনি। এমতাবস্থায়, আয়কর আইন ২০২৩ এর ২২১ ধারা অনুযায়ী, আপনি অবিলম্বে উক্ত খেলাপ কারীকে আপনার প্রদেয় অর্থ থেকে অথবা এখন কোন অর্থ আপনার প্রদেয় না হয়ে থাকলে অর্থ প্রদেয় হওয়া মাত্র অথবা খেলাপকারী অর্থ আপনার অধিকারে আসা মাত্র ৪ কোটি ৮২ লক্ষ ৭৬ হাজার ৩৮৭ টাকা কর অঞ্চল-১৫ তে প্রদান করবেন।

এর আগে চলতি বছরের ৩ সেপ্টেম্বর ২০২৩ ফু-ওয়াং ফুডসের প্রধান কর্মকর্তা বরাবর অপরিশোধিত আয়কর বাবদ বকেয়া ৪ কোটি ৮২ লক্ষ ৭৬ হাজার ৩৮৭ টাকা পরিশোধের জন্য এনবিআরের কর অঞ্চল-১৫ থেকে চিঠি প্রদান করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে কেউ কথা বলতে চাননি। এ বিষয়ে কথা বলতে অপারগতার কথা জানিয়ে একজন দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা টাইমসকে প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তবে, প্রধান নির্বাহীকে ফোন এবং মেসেজ করলেও কোনোটির উত্তর দেননি তিনি।

এনবিআরের পক্ষ থেকেও কোনো মন্তব্য করেননি কেউ। আগামীকাল রোববার অফিস সময়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

৪ কোটি টাকা দুর্নীতি, এলজিইডির সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

জঙ্গি সংগঠনে জনবল দিতেন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা, ডিবির হাতে ধরা

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬

১০৯ কোটি টাকা আত্মসাৎ: ইউসিবিএলের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা

জাল সনদে চাকরি: মোটরযান পরিদর্শক তানভীর আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম সাময়িক বরখাস্ত

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

বহিষ্কৃত কাউন্সিলর শিপলুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: অন্তর্বাসে লুকিয়ে রাখার ডিভাইস দিতো চক্রটি, ৫ মিনিটে শেষ হতো উত্তর

এই বিভাগের সব খবর

শিরোনাম :