সুন্দরবনে সিমেন্ট তৈরির কাঁচামাল বোঝাই কার্গো জাহাজডুবি

বাগেরহাট প্রতিনিধি, ঢকা টাইমস
| আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:৪১ | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৫

সুন্দরবনের শিবসা নদীতে সিমেন্ট তৈরির কাঁচামাল বোঝাই একটি কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে শিবসা নদীর ডুবোচরে তলা ফেঁটে ডুবে যায় জাহাজটি।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মো. মাঈনুল হোসেন মিন্টু জানান, ভারতের হলদিয়া থেকে সুন্দরবনের আন্টিহারা নৌপথ দিয়ে মোংলার উদ্দেশে আসছিল এমভি ‘গারোহেরা’ নামে একটি কার্গো জাহাজ। জাহাজটিতে ১ হাজার ৪২২ মেট্রিক টন সিমেন্ট তৈরির কাঁচামাল বোঝাই ছিলো। শুক্রবার দুপুর ২টার দিকে সুন্দরবনের শিবসা নদীর (খুলনা) নলিয়ান এলাকায় আসার পর ডুবোচরে আটকে জাহাজটি একদিকে কাত হয়ে পড়ে। পরে তলা ফেটে ঘটনাস্থালে ডুবে যায় জাহাজটি। এ অবস্থায় জাহাজে থাকা ১২ জন স্টাফ-কর্মচারী সাঁতরিয়ে কূলে উঠে যান।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :