ভোট দিলেন নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:১০
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নসরুল হামিদ ভোট দিয়েছেন।

রবিবার বেলা ১১টায় কেরানীগঞ্জে দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রে ভোট দেন তিনি।

এসময় নসরুল হামিদ বলেন, ‘সারা দেশের মতো কেরানীগঞ্জেও আজ ভোট উৎসব হচ্ছে। সকলের মতো তরুণ ভোটার, বিশেষ করে যারা এবারই নতুন ভোটার হয়েছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বাস প্রকাশ করছে। আমি সকাল থেকেই আমার আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছি। দীর্ঘলাইনে দাঁড়িয়ে সবাই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। আমি নিজেও এখন আমার ভোট দিলাম। নির্বাচনটা যে উৎসব, আর অগ্নি সন্ত্রাসীদের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে, ভোটারদের এই উপস্থিতি তা আবারও প্রমাণ করলো।’

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর থেকে ঢাকা-৩ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের উল্লেখযোগ্য পরিমাণ উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি দেশেজুড়ে বিএনপি-জামায়াতের চালানো অগ্নি সন্ত্রাসের জবাব হিসেবে শীতকে উপেক্ষা করে তারা সকাল সকাল ভোট প্রদানের জন্য লাইনে দাঁড়িয়েছে। এছাড়া নিজেদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টিও এসেছে ঘুরে ফিরে তাদের কথায়।

এবারের দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৩ আসনের পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে প্রায় সাড়ে তিন লাখ ভোটার রয়েছে।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/জেএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পৃথিবীর একমাত্র প্রাণী যার দুধের রঙ কালো, নাম শুনলে চমকে উঠবেন
ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
এক দিনে ইয়েমেন লেবানন সিরিয়া ও গাজায় আক্রমণ, ৫৪ ফিলিস্তিনি নিহত
আম গাছ পাকা নাকি কার্বাইডে পাকানো? চেনার সহজ উপায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা