উত্তরায় রেস্টুরেন্টে আগুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ১২:০৪| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১২:৪৭

রাজধানীর উত্তরায় আঞ্জুম রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, সোমবার সকাল ১১টার দিকে আমরা খবর পাই উত্তরায় আঞ্জুম রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/এসএম)

মন্তব্য করুন