তামিমের ইনজুরি নিয়ে এবার নতুন করে যা জানালো বিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১২:০০ | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৪, ১১:৫৬

সবকিছু ঠিক থাকলে ০৯ দিন পর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। ইতোমধ্যে দলগুলো অনুশীলনে নেমে পড়েছে। পিঠের ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করা তামিমও বিপিএলকে সামনে রেখে অনুশীলনে ফিরেছেন। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় ধীরে ধীরে নেটে ব্যাটিং শুরু করেন তিনি। অনুশীলনে ফিরেই ভক্ত সমর্থকদের মনে ভয় ধরিয়ে দেন সাবেক এ টাইগার অধিনায়ক।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ইনডোরের আউটারে ব্যাটিং করছিলেন তামিম। বোলিং করছিলেন তাসকিন। হঠাৎ তার একটি বল বাম হাতের তর্জনি আঙুলে এসে আঘাত হানে। আঘাত পেয়ে দ্রুতই অনুশীলন থামিয়ে দেন তিনি। পরে ফিজিও বায়েজেদুল ইসলাম এসে অবস্থা পর্যবেক্ষণ করেন।

বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম তামিমের চোট সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন। গণমাধ্যমকে তিনি জানান, ‘তামিমের কোনো সমস্যা নেই, সে সুস্থ আছে।’ সবকিছু ঠিক থাকলে বিপিএল দিয়েই আবারও মাঠে দেখা যাবে তামিমকে।

কোমরের পুরাতন চোটের কারণে গেল ওয়ানডে বিশ্বকাপ মিস করেছেন তাকে। গত জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের পর অবসরেরও ঘোষণা দেন। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে খেলায় ফেরার কথা জানালেও লম্বা ছুটি নে। এবারের বিপিএল দিয়ে তার মাঠে ফেরার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/১০ জানুয়ারি/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :