ভোটের হার: বিস্তারিত তথ্য চায় এনডিআই-আইআরআই ও ইইউর বিশেষজ্ঞ দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৪, ১৯:৪০| আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ২০:০১
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে এনডিআই-আইআরআই ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞ দল।

সোমবার ইইউর বিশেষজ্ঞ দল ও যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই), ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করেন। পৃথক বৈঠকে একই বিষয়ে ইসির কাছে জানতে চাওয়া হয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইইউর ‘টেকনিক্যাল’ দল এবং আইআরআই ও এনডিআইয়ের প্রতিনিধিরা গতকাল (সোমবার) বৈঠক করেছেন। তারা মূলত নির্বাচনের বিভিন্ন তথ্য-উপাত্ত জানতে চেয়েছিলেন। তাদের সব তথ্য জানানো হয়েছে। এতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ভোটের দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল প্রথমে জানিয়েছিলেন, ২৮ শতাংশের মতো ভোট পড়েছে। পরে পাশ থেকে তাকে একজন বলেন, এই হার ৪০ শতাংশ। পরবর্তীতে চূড়ান্ত ফলাফল ঘোষণায় বলা হয়, ভোটের হার ৪১ দশমিক ৮০ শতাংশ। মূলত ভোটের হার নিয়ে এই বিভ্রান্তি সম্পর্কে জানতে চেয়েছে উল্লিখিত আন্তর্জাতিক সংস্থাগুলো। ইসি সূত্র জানায়, ইইউর বিশেষজ্ঞ দল এবং এনডিআই, আইআরআই মূলত ভোটের হার নিয়ে বিভ্রান্তির বিষয়টি জানতে চেয়েছে। ইসির কর্মকর্তারা তাদের বলেছেন, সব ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল প্রতি দুই ঘণ্টা পরপর ভোট পড়ার হার জানাতে। ইসির বিশেষ সফটওয়্যারে এ-সংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছিল। কিন্তু সব কর্মকর্তা এই কাজ যথাযথভাবে করতে পারেননি। তিন পার্বত্য জেলার সংসদীয় আসন এবং এর বাইরে আরও কিছু আসনের বেশ কিছু ভোটকেন্দ্রের ভোট পড়ার হার কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে দিতে পারেননি বা দেননি। এ-সংক্রান্ত তথ্য-উপাত্ত ইইউ, এনডিআই, আইআরআইয়ের প্রতিনিধিদের দেখানো হয়েছে।

ইসির সূত্র জানায়, ইইউর দলটি এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়েছে। তাদের সব তথ্য বিস্তারিতভাবে সরবরাহ করা হবে।

৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের পরদিন ইসি জানিয়েছে, এবারের নির্বাচনে ভোট পড়েছে ৪১ দশমিক ৮০ শতাংশ। তবে ভোটের এই হার নিয়ে সন্দেহ ও প্রশ্ন তৈরি হয় বিভিন্ন মহলে। ভোটের দিন দুপুর সাড়ে ১২টার দিকে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, সারা দেশে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত গড়ে সাড়ে ১৮ শতাংশ ভোট পড়েছে। বেলা সাড়ে ৩টার দিকে দ্বিতীয় দফা ব্রিফিংয়ে সচিব জানান, বেলা ৩টা পর্যন্ত ২৬ দশমিক ৩৭ শতাংশ ভোট পড়েছে। তবে এই হিসাবে কিছুটা হেরফের হতে পারে। কারণ, সব জায়গার তথ্য পাওয়া যায়নি।

ভোট গ্রহণ শেষে বিকেল পাঁচটার পর সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল প্রথমে বলেন, ২৮ শতাংশের মতো ভোট পড়েছে। পাশ থেকে তাকে একজন বলেন, এই হার ৪০ শতাংশ। তখন সিইসি বলেন, ‘৪০ পার্সেন্ট। তারপরও এটা ড্যাশবোর্ডে শতভাগ তথ্য আসেনি।’ সিইসি বলেন, ৪০ শতাংশ যেটা এসেছে, এখন পর্যন্ত এটা নির্ভরযোগ্য। তবে এটা নিশ্চিত নয়, এটার কিছুটা ব্যত্যয় হতে পারে। কমবেশি হতে পারে। পরে চূড়ান্ত ফলাফলে ভোটের হার ৪১ দশমিক ৮০ শতাংশ জানানো হয়।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
টাঙ্গাইলে ৫ বছরেও অসমাপ্ত ব্রিজের নির্মাণকাজ! ঠিকাদার লাপাত্তা ৬ মাস 
সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি ‘ব্লকড’
যে কারণে স্থগিত হয়ে গেল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা