নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওসি সিদ্ধিরগঞ্জ থানার আবু বকর সিদ্দিক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪, ১৫:০০
অ- অ+

জনগণের নিরাপত্তা নিশ্চিত, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন কাজের বিশেষ অবদান রাখায় ২০২৩ সালের ডিসেম্বর মাসে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা পুলিশের কার্যালয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) এর হাত থেকে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সেরা ওসির সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা (অপরাধ ও অপারেশন)সহ অন্যান্য কর্মকর্তরা।

পুরস্কৃত হয়ে সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আমি সিদ্ধিরগঞ্জ থানায় নতুন। তবুও এখানকার সাধারণ মানুষ আমাকে আমার কাজে সহযোগিতা করায় আমি এ পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছি। এ জন্য এখানকার বাসিন্দাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি গেলো নভেম্বর মাসে আমি আমার পূর্বের থানা বন্দরে ছিলাম তাই ওখানকার নানান কাজের স্বীকৃতি হিসেবে সেখানকার বর্তমান ওসিসহ আমাকে পুরস্কৃত করা হয়েছে। আজকের এই স্বীকৃতি আমাকে আরও আন্তরিকভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা