ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমিতে প্রভাবশালীদের দোকান নির্মাণ, নির্বিকার প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৮
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর গরুর বাজারে সরকারি খাস জায়গায় ইজারা ছাড়াই দোকান নির্মাণ করে চড়া দামে বিক্রি করছে সরকার দলীয় একটি প্রভাবশালী চক্র। ওই চক্রটি গরুর বাজার সংলগ্ন কুমিল্লা-সিলেট মহাসড়কের পূর্বপাশে হ্যালিপ্যাডের সরকারি জায়গাটিও ইজারা নিয়ে দোকান নির্মাণ করে বিক্রি করছে। দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চললে প্রশাসন নির্বিকার। অবৈধভাবে দোকান নির্মাণের ঘটনায় গ্রামের লোকজন গত ২২ জানুয়ারি জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সুহিলপুর গরুর বাজারের উত্তর দিকের জায়গা দখল করে প্রভাবশালী চক্রটি বেআইনিভাবে স্থায়ী স্থাপনা (দোকান ঘর) নির্মাণ করছেন। নির্মাণকারীরা বাজারের ব্যবসায়ী নয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, গরু বাজারের পূর্বদিকে (কুমিল্লা-সিলেট মহাসড়কের পূর্ব পাশে) সুহিলপুর আলহাজ্ব হারুন-আল-রশিদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রাস্তাসহ পাশের জায়গা ১ নম্বর খাস খতিয়ানভুক্ত হ্যালিপ্যাডের ভূমি ও অর্পিত সম্পত্তি।

সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ ভূইয়া গত বছরের ২৮ ডিসেম্বর রাতে হ্যালিপ্যাডের ভূমিসহ অর্পিত সম্পত্তিতে থাকা কলেজের রাস্তায় ইটের দেয়াল নির্মাণ করে দখলে নেয়। রাস্তাটির বর্তমান বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। ইউপি চেয়ারম্যান হ্যালিপ্যাডের ভূমি থেকে পুরাতন ২ লাখ ইট মাটির নিচ থেকে বের করে বিক্রি করে দেন।

শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তাটি বেদখল হওয়ায় কলেজের শতশত শিক্ষার্থী, কলেজ সংলগ্ন কলেজপাড়া গ্রামের বাসিন্দাদের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, কেউ প্রতিবাদ করলে চেয়ারম্যান আবদুর রশিদ ভূইয়া তাদেরকে হেফাজত ইসলামের নামে মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেন। উপজেলা প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মোবারক হোসেন ও শামীম হোসেন নামে একজন সরকারি চাকরিজীবী, সুহিলপুর ইউনয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য নীপা দত্তের স্বামী মিন্টুর রঞ্জন ও আরেকটি সংরক্ষিত আসনের নারী সদস্য সুমি বেগমের স্বামী জাকির হোসেন, ইউপি সদস্য মেজবাহুল হকের ছেলে মো. রকি, স্থানীয় বাবুল মিয়া, কাসেম ও শফিকুল ইসলাম সুহিলপুর গরুর বাজারের উত্তরদিকে সাতটি দোকান নির্মাণ করছেন।

এদিকে গরুর বাজারের পূর্বদিকের খাস খতিয়ানভূক্ত হ্যালিপ্যাডের ভূমিসহ অর্পিত সম্পত্তির ২৫ শতক জায়গা মোবারককে বাণিজ্যিক ইজারা দিয়েছে উপজেলা প্রশাসন। এই দুই জায়গার বিষয়ে মোবারকসহ অন্যদের নাম শোনা গেলেও পেছনে রয়েছে ইউপি চেয়ারম্যান আবদুর রশীদ।

নাম প্রকাশে অনিচ্ছুক সুহিলপুর ইউনিয়নের এক ব্যক্তি জানান, সুহিলপুর গরুর বাজারের উত্তর দিকে নির্মাণকরা প্রতিটি দোকানের জন্য চেয়ারম্যানকে তারা ১২ লাখ টাকা করে দিয়েছেন। চেয়ারম্যান হ্যালিপ্যাডের ২৫ শতক জায়গা মোবারকের নামে নিজের জন্য ইজারা নিয়েছেন। হ্যালিপ্যাডের জায়গায় ৭০টি দোকান নির্মাণের পরিকল্পনা রয়েছে তার। হ্যালিপ্যাডের পশ্চিম দিকের ৮ শতক জায়গায় ১৬ থেকে ১৮টি দোকান নির্মাণ করে ইতোমধ্যেই তিন লাখ টাকা করে বিক্রি করে দেয়া হয়েছে। মোবারক হোসেন জানান, হ্যালিপ্যাডের জায়গা ইজারা পেয়েছি। আর গরুর বাজারের উত্তর দিকের জায়গা ৫-৭জন মিলে ইজারা পাইছি। সেখানে সাতটি দোকান হবে। এর মধ্যে একটি আমার। তবে অফিস খরচ কিছু লাগবে। এখনো নির্ধারণ হয়নি কে কত দেবে।

সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ ভূইয়া জানান, আমার নামে ইজারা আছে এমন প্রমাণ বা কাগজপত্র কেউ দেখাতে পারবে না। বাজারের ক্ষতিগ্রস্তসহ অন্যান্য ব্যবসায়ীদের গরু বাজারের উত্তর দিকের জায়গা দেয়া হয়েছে। হ্যালিপ্যাডের জায়গা কয়েকজনের মধ্যে ইজারা দেওয়া হয়েছে। এসবের সঙ্গে আমি জড়িত নই।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ জানান, গরু বাজারের জায়গা কাউকে ইজারা দেয়া হয়নি। স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে কাজ বন্ধ করে দিয়েছি। তবে কেউ যদি সরকারি জায়গা কিনেন এবং বিক্রি করেন তারা বিপদে পড়বেন।

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরলেন খালেদা জিয়া
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা