ইউপি সদস্যের অবৈধ বালুর ব্যবসা, দেড় লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের ভূঞপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় যমুনা নদীতে জেগে ওঠা চরাঞ্চলের ফসলি জমি কেটে অবৈধভাবে নিজস্ব ঘাট তৈরি করে অবাধে বালু উত্তোলন ও বিক্রির দায়ে নাজির উদ্দিন নামে এক ইউপি সদস্যকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার নিকরাইল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার। এরআগে সোমবার সন্ধ্যার দিকে উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি এলাকায় অবৈধ বালু উত্তোলন ও বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন তিনি।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার বলেন, যমুনা নদীতে থেকে অবৈধভাবে বালু উত্তোলন থেকে অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ঘাটে অভিযান চালিয়ে অর্থদণ্ড করাসহ ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হচ্ছে। বালু উত্তোলন ও বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকা টাইমস/০৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন