বগুড়ায় হিমালিয়ান গৃধিনী প্রজাতির শকুন উদ্ধার

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৫
অ- অ+

বগুড়ায় হিমালিয়ান গৃধিনী প্রজাতির শকুন উদ্ধার করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ’ (তীর) এর সদস্যরা।

মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার বগিলাগাড়ি গ্রাম থেকে শকুনটিকে উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে শকুনটিকে বগুড়া সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এ কে এম রেজাউল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তীরের সভাপতি রিফাত হাসান জানান, IUCN নামক আন্তর্জাতিক সংস্থা ও বন বিভাগের প্রচেষ্টায় শকুন সংরক্ষণে কাজ করে আসছে। শীতের বিভিন্ন সময় বাংলাদেশের উপর দিয়ে যাতায়াতের সময় ক্লান্ত ও অসুস্থ হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় এসব পতিত হলে বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধারে কাজ করে। এই শকুনটি বৈদ্যুতিক তারে শক খেয়ে পড়ে যায়। পরে খবর পাওয়ার পর ‘তীর’ এর বিহার আঞ্চলিক কমিটির সদস্যরা শকুনটিকে উদ্ধার করে।

সরকারি আজিজুল হক কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম. ইকবাল বলেন, উদ্ধার হওয়া শকুনটি ‘হিমালিয়ান গৃধিনী’ প্রজাতির। শকুন হচ্ছে প্রকৃতির ঝাড়ুদার। শকুন বড় ডানার বৃহদাকার পাখি, এটি তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী মৃত প্রাণী ভক্ষণকারী পাখি। শকুনই একমাত্র প্রাণী যারা রোগাক্রান্ত মৃত প্রাণী খেয়ে হজম করতে পারে এবং অ্যানথ্রাক্স, যক্ষ্মা, খুরারোগের সংক্রমণ থেকে জীবকূলকে রক্ষা করে।

বাংলাদেশের শকুন নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ‘আইইউসিএন- বাংলাদেশ’ এর তথ্যানুযায়ী, বাংলাদেশে মোটে ২৬০টি শকুন রয়েছে। তবে বন বিভাগের সাথে ‘আই.ইউ.সি.এন-বাংলাদেশ’ এর যৌথ প্রচেষ্টায় প্রকৃতির এই ঝাড়ুদারকে স্বরূপে সরব উপস্থিতিতে ফিরিয়ে আনার বিজ্ঞান সম্মত কার্যক্রম চলমান।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ’ (তীর) শকুনসহ বন্যপ্রাণী সংরক্ষণে ২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সংগঠনটি বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পদক ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ অ্যান্ড কনজারভেশন ২০২১’ এ ভূষিত হয়।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরলেন খালেদা জিয়া
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা