পাঁচবিবিতে পিটিয়ে কৃষক হত্যা: দুই নারীসহ ১৭ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৬| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৯
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সালেহ মোহাম্মদ হত্যা মামলায় ১৭ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও জনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন ঘটনার ১৪ বছর পর রায় দেন। মামলার ২২ জন আসামির মধ্যে একজন মারা গেছেন দুইজন পলাতক রয়েছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. হাদিউজ্জামান, মো. আরিফুল, মো. আবু নাসের, ডা. মো. শাজাহান আলী, মো. আশরাফ আলী ওরফে লাল মোহাম্মদ, মোহাম্মদ আলী, মো. জহির, মো. শামছুল আলম, মো. সায়েম উদ্দিন, মো. ওবাইদুল, সইম, রহিম, মো. আবু সাঈদ, মো. আবু বক্কর, বানু বেগম শাহেরা বেগম৷

মামলার বিবরণে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০০৯ সালের মে সকালে পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর চকপাড়া গ্রামের সালেহ মোহাম্মদ তার নিজ শ্যালোমেশিন ঘর ভেঙে টিন নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আসামি মোহাম্মদ আলীর বাড়ির সামনের রাস্তায় পৌঁছলে আসামিরাসহ আরও অজ্ঞাত - জন মিলে সালেহ মোহাম্মদকে আমগাছের সঙ্গে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে আসামিদের কাছে পানি চান। এসময় তারা শুকনা মরিচ মেশানো পানি জোরপূর্বক পান করান। এতে সালেহ মোহাম্মদ যন্ত্রণায় চিৎকার করতে করতে একপর্যায়ে নিস্তেজ হয়ে পড়েন। খবর পেয়ে সালেহ মোহাম্মদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়

ঘটনায় নিহতের বড় ভাই মো. আজিজুল হক বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত রায় দেন।

জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাড. নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে: মির্জা ফখরুল
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা