বিপ‌দে-আপ‌দে এলাকাবাসীর পা‌শে থে‌কে‌ছি: রাজীব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৭| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১২
অ- অ+

সাভারবাসীর উন্নয়‌নের জন্য আমি সব সময় নিয়ো‌জিত। বিপ‌দে আপ‌দে আমার এলাকাবাসীর পা‌শে থে‌কেছি। নির্বাচন‌কে সাম‌নে রে‌খে কতিপয় কিছু স্বার্থলোভী মহল আমার নামে মিথ্যা, বা‌নোয়াট খবর প্রকা‌শে ব্যস্ত হ‌য়ে প‌ড়ে‌ছে বলে মন্তব্য করেছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

বুধবার নিজ অফিসে সাংবাদিকদের সাথে এক মতবিনিয় সভায় তিনি এসব কথা বলেন।

রাজীব বলেন, যারা আমার নামে মিথ্যা, বা‌নোয়াট খবর প্রকা‌শে ব্যস্ত হ‌য়ে প‌ড়ে‌ছে, আমি তা‌দের বল‌বো, আমার সমা‌লোচনা না ক‌রে জনগ‌ণের জন্য কাজ করুন। আমা‌কে আমার জনগণ ভা‌লো‌বে‌সে এখা‌নে বসিয়ে‌ছে। জনগণই আমার শ‌ক্তি। যতদিন বাঁচবো সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবো।’

তিনি বলেন, ‘বিএনপি আমলে আমারে পুলিশের পিকআপ ভ্যানের পেছনে বাইন্দা পুরা সাভার ঘুরিয়েছে, রক্তে সারা শরীর ভিজে গেছে আমার। তারপরও আমি আওয়ামী লীগ ছাড়ি নাই। সে সময় বিএনপির নাজমুল হুদা বিএনপিতে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে। কিন্তু এত নির্যাতন সহ্য করেছি, তবুও দল থেকে বের হ‌য়ে যায়‌নি। জননেত্রী শেখ হাসিনার ডাকে প্রতিটি লড়াই সংগ্রামে নিজেকে শতভাগ উজাড় করে দিয়েছি। আমি দলের স্বার্থে আমার জনগ‌ণের স্বা‌র্থে কাজ ক‌রে যা‌বো।’

তিনি আরও বলেন, আমার সাভারবাসীর জন্য আমার অ‌নেক বড় প‌রিকল্পনা র‌য়ে‌ছে। ইনশাআল্লাহ আগামী‌তে আমার এলাকাবাসী তার সুফল পা‌বে।’

রাজীব বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করেছিলেন, আওয়ামী লীগকে শক্তিশালী করেছিলেন, সাংগঠনিক ভিত মজবুত করেছিলেন। বঙ্গবন্ধু যেভাবে সংগঠনকে গড়ে তুলেছিলেন সেই ভিত্তিকে থিউরি করে আজকের সাভারের আওয়ামী লীগকে সংগঠিত করেছি।’

দলকে উজ্জীবিত রাখতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘গতিশীল নেতৃত্বে সাভারে আজ আওয়ামী লীগ সংগঠিত। তৃণমূলের নেতাকর্মীদের প্রাণবন্ত করে তুলেছি। অপশক্তি আন্দোলনের চেষ্টা করলে রাজপথেই তার জবাব দিতে এক পা-ও পিছপা হবো না।’

তরুণ নেতাদের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগসহ স্থানীয় আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সুসংগঠিত রেখেছেন রাজীব। সাভার উপজেলা আওয়ামী লীগ মানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মজবুত একটি ঘাটি। এখানে আন্দোলনের নামে বিএনপি জামায়াতকে কোনো প্রকার বিধ্বংসী কার্যক্রম করতে দেওয়া হয়নি কখনো।

মঞ্জুরুল আলম রাজীব একাধারে সাবেক ভিপি সাভার কলেজ ছাত্র সংসদ, সাবেক সভাপতি সাভার কলেজ ছাত্রলীগ, সাবেক সভাপতি- সাভার উপজেলা ছাত্রলীগ। ৭৫ পরবর্তী সময়কালীন এক জনপ্রিয় ছাত্রলীগ নেতা। তিনি সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন।

৭৫ এর কালো অধ্যায়ের পর যখন গুটি কয়েক লোক মুজিব হত্যার বিচার চেয়েছিলেন তখন মঞ্জুরুল আলম রাজীব ও তার পরিবারের সকলেই সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত হোন।

পিতা প্রবীন সাংবাদিক ওয়াসিলউদ্দিন ছিলেন একজন কলমযোদ্ধা। ১৯৭১ সনে বঙ্গবন্ধুর ও মুক্তিকামী বাঙালির পক্ষে সংবাদ প্রকাশ করায় গান পাউডার দিয়ে তার বসতবাড়ি পুড়িয়ে দিয়েছিল পাক হায়েনারা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরলেন খালেদা জিয়া
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা