সুবর্ণচরে মা-মেয়ে ধর্ষণ: প্রধান আসামি মুন্সি মেম্বার ৪ দিনের রিমান্ডে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত প্রধান আসামি ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ও সাবেক মেম্বার আবুল খায়ের মুন্সির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলাম আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার আদালতে ওই আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি মুন্সি মেম্বার বর্তমানে জেলা কারাগারে রয়েছে। রিমান্ডের অর্ডার কপি পাওয়ার পর ৪ দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের জন্য তাকে চরজব্বার থানায় নেওয়া হবে। ইতোমধ্যে এ মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার রাত ২টার দিকে ভুক্তভোগীর ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে একজন। পরে সে ঘরের দরজা খুলে দিলে আরও দুইজন ভেতরে প্রবেশ করে। এদের মধ্যে দুইজন পালাক্রমে ওই গৃহবধূকে এবং একজন পাশের কক্ষে তার ১২ বছর বয়সি মেয়েকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ওই গৃহবধূর হাত-পা ও মুখ বেঁধে ঘরে থাকা স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। গভীর রাতে শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এসে গৃহবধূর বাঁধন খুলে দেয় এবং বিষয়টি জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করলে চরজব্বর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।
(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন