শ্রীপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৮
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে বেড়াইদের চালা এলাকা থেকে রাশেদ ইসলাম (২০) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড বেড়াইদের চালা এলাকার সিরাজ উদ্দিনের বাড়ির পাশে মেহগনি গাছ থেকে ওই মরদেহটি উদ্ধার হয়।

নিহত কিশোর রাশেদ ওই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। সে মাদকাসক্ত ছিল বলে জানায় এলাকাবাসী।

নিহতের স্বজনরা জানান, বুধবার রাতেও প্রতিদিনের মতো পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতেন যান রাশেদ। প্রকৃতির ডাকে সারা দিলে রাত আড়াইটার দিকে তার মা ঘরের বাইরে গেলে রাশেদকে মেহগনি গাছে ঝুলে থাকতে দেখেন। পরে ডাক চিৎকার দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে রাশেদকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: জয়নব বলেন, মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আমরা পুলিশকে খবর দিয়েছি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এস.আই) কবির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরলেন খালেদা জিয়া
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা