রাজশাহী রেল স্টেশনে ছাত্রের ঘুষিতে আনসার সদস্যের মৃত্যু, গ্রেপ্তার ১ 

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩১ | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১২

রাজশাহী রেল স্টেশনে এক ছাত্রের ঘুষিতে মাইনুল ইসলাম (৪৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত আনসার সদস্য জেলার গোদাগাড়ী থানার মঙ্গনপুর গ্রামের জয়েন উদ্দীনের ছেলে।

এই ঘটনায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের তানভীর ইসলাম (১৭) নামে এক ছাত্রকে আটক করেছে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ। সে রংপুর পীরগঞ্জ উপজেলার খেতাবের পাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।

এ ঘটনায় শুক্রবার সকালে নিহত আনসার সদস্য মাইনুল ইসলামের স্ত্রী আলম আরা বেগম বাদী হয়ে জিআরপি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তানভীরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চারজনকে আসামি করা হয়েছে।

দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার রাতে দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) দেলোয়ার হোসেন বলেন, স্টেশনের প্ল্যাটফর্মে রেলওয়ে থানার একজন উপ-পরিদর্শকের (এসআই) সঙ্গে তাঁরা কয়েকজন দায়িত্ব পালন করছিলেন। এ সময় স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে তিনজন তরুণ অস্বাভাবিকভাবে ঘোরাফেরা ও ধূমপান করছিল। তাদের চলে যেতে বলা হলে পুলিশের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে গালাগালিও শুরু করে। তখন ওই এসআই তাদের ধরার জন্য আনসার সদস্যদের নির্দেশ দেন।

এ সময় ওই তরুণেরা ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পালানোর সময় আনসার সদস্যরা তাদের ধরতে গেলে নিহত আনসার সদস্য মাইনুল ইসলামের বুকে ঘুষি মারলে তিনি পড়ে যান। এসময় অন্য আনসার সদস্যরা ওই ছাত্রকে ধরে ফেলেন।

পরে সহকর্মী আনসার সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার জানান, আজ দুপুরে ময়নাতদন্তের পর পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুবর্ণচরে এমপিপুত্র শাবাব বিজয়ী

নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

কুমিল্লার তিন উপজেলায় দুই নতুন মুখ, লাকসামে ইউনুসের হ্যাট্রিক

বান্দরবান সদরে আ.লীগ নেতাকে হারিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা কুদ্দুস বিজয়ী

ভোট দিলেন কেরানীগঞ্জের বিএনপি নেতা, ফাঁকা ছিল বেশিরভাগ কেন্দ্র

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

ফরিদপুরে চেয়ারম্যান পদে তিন উপজেলায় যারা নির্বাচিত হলেন

হাইকোর্টের আদেশ স্থগিত: ঝিনাইদহ-১ আসনে নির্বাচনে বাধা নেই

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম বাঙালিকে আলোর পথ দেখায়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

কুমিল্লায় ট্রান্সফর্মার চোর চক্রের সদস্য গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :