স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৫ তরুণ গ্রেপ্তার
বগুড়ার গাবতলীতে স্বামীর সামনে স্ত্রীকে (২১) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার চেলোপাড়া-চন্দনবাইশা সড়কের পোড়াদহ লোহার ব্রিজ এলাকায় ধর্ষণের এই ঘটনা ঘটে।
ঘটনার পর ওই গৃহবধূ গাবতলী মডেল থানায় হাজির হয়ে ঘটনা জানালে পুলিশ রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পরে ওই গৃহবধূর অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করে তাকে নিরাপত্তার জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-গাবতলী উপজেলার মহিষাবান মধ্যপাড়ার শাহিনের ছেলে মো. রাব্বি (২৪), মোস্তাফিজার রহমানের ছেলে আবদুল অহেদ (২১), মো. আলমের ছেলে হৃদয় (২১), জাহিদুল ইসলামের ছেলে কাউছার (২১) এবং মহিষাবান চক মড়িয়া গ্রামের ওয়াজকুরনি সাখিদারের ছেলে নুর আলম ওরফে নিশাদ (২২)।
এদিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই গৃহবধুকে আগামীকাল শনিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ (২১) তার শ্বশুর-শাশুড়ির সঙ্গে বগুড়া শহরে ভাড়া বাসায় বসবাস করেন। গতকাল বিকালে স্বামীর সঙ্গে তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার প্রেমযমুনা ঘাটে ঘুরতে যান। সেখান থেকে একটি ইজিবাইকে চড়ে বগুড়া শহরে ফিরছিলেন। সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে গাবতলীর মহিষাবান ইউনিয়নের পোড়াদহ লোহার ব্রিজ এলাকায় পৌঁছালে একদল তরুণ ওই ইজিবাইকের পথরোধ করেন। ধারালো অস্ত্রের মুখে তারা ওই গৃহবধূ ও তার স্বামীকে জিম্মি করে ইজিবাইকসহ কিছুদূর নিয়ে যান। এরপর তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ইছামতী নদীসংলগ্ন সিঙ্গার বিল এলাকায় বোরো খেতের মাঝে একটি পরিত্যক্ত জমিতে নিয়ে স্বামীকে বেঁধে রেখে পাঁচজন পালাক্রমে গৃহবধূকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই তরুণী অসুস্থ হয়ে গোঙাতে থাকলে আসামিরা পালিয়ে যান। পরে ওই গৃহবধূকে উদ্ধার করে তার স্বামী গাবতলী মডেল থানায় হাজির হন। সেখানে ওই গৃহবধূ ঘটনার বর্ণনা দেন।
গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ওই গৃহবধূ ও তার স্বামী গতকাল রাতে থানায় হাজির হয়ে ঘটনার বর্ণনা দিলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচ তরুণকে গ্রেপ্তার করেছে। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/পিএস)
মন্তব্য করুন