গাছ রক্ষায় মালি নিয়োগ দেবে ডিএনসিসি: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৪:২৭ | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৪, ১৩:৩৯

গাছ রক্ষায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) দুই মাসের মধ্যে ৪৭ জন মালি নিয়োগ দেবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

রবিবার গুলশানে ডিএনসিসির আওতাধীন এলাকার রিকশাচালকদের মধ্যে ছাতা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মেয়র বলেন, “উত্তর সিটি করপোরেশন থেকে আগামী দুই মাসের মধ্যে ৪৭ জন মালি নিয়োগ করতে যাচ্ছি আমরা। কারণ গাছ লাগানো অনেক সোজা কিন্তু রক্ষা করা অনেক কঠিন। তাই ৪৭ জন মালি, তিনজন সুপারভাইজার ও একজন আইভেরিকালচারিস্ট নিয়োগ দেওয়া হবে।”

মেয়র বলেন, “আমাদের আওতায় ৩৫ হাজার রিকশাচালক রয়েছে। এই রিকশাচালকরা তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তারা যদি এই প্রখর রোদে অসুস্থ হয়ে যায় তাহলে সে পরিবারগুলো অসহায় হয়ে পড়বে। তাই আমরা প্রত্যেক রিকশাচালককে একটি করে ছাতা, ১২টি ওরস্যালাইন ও একটি করে হাফ লিটারের পানির কন্টেইনার দিচ্ছি।”

তিনি বলেন, “আমরা চিন্তা করেছি ঢাকা উত্তর সিটি করপোরেশনে যতগুলো রিকশাকে লাইসেন্স দিয়েছি প্রত্যেক রিকশাকে আমরা আজ থেকে শুরু করলাম এই ছাতা দেওয়া। এখানে যেরকম করেছি আমি বিভিন্ন অঞ্চলে গিয়ে এভাবে ছাতাগুলো দেব।”

এসময় তিনি দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “আমি সব বিত্তবানদের এগিয়ে আসতে আহ্বান জানাব, আপনারা আমাদেরকে ছাতা কিনে দেন তাহলে আমরা আরও রিকশাকে দিতে পারি। ঢাকা শহরে আরও অনেক বেশি আছে রিকশা। আমরা অফিসিয়ালি যা আছে তাই দেওয়া শুরু করেছি।”

ছাতা বিতরণ অনুষ্ঠানে সৌদি আরব, ফিলিস্তিন, পাকিস্তান, আলজেরিয়ার রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এমআই/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

যারা ফেল করেছে তাদের গালমন্দ করবেন না: প্রধানমন্ত্রী

রাজধানীর যানজট নিরসনে আন্তঃজেলা বাসের ‘গেটলক’ সিস্টেম চালু, অমান্য করলেই ব্যবস্থা

চাকরির বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা 

বিশ্বে প্রতিযোগিতা করার মতো শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ঈদুল আজহার সরকারি ছুটি কতদিন মিলবে

ঢাকার বাতাসে উচ্চমাত্রায় ক্যানসারের উপাদান

দলের ওপর নির্ভর করে বাংলাদেশ-ভারত সম্পর্ক নয়: পরিবেশমন্ত্রী

আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: মির্জা ফখরুল 

যুগোপযোগী ও কর্মদক্ষ যুবসমাজ স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম পূর্বশর্ত: স্থানীয় সরকার মন্ত্রী

কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণে ফসল উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে: সিমিন হোসেন

এই বিভাগের সব খবর

শিরোনাম :