শ্রীপুরে গুলিতে যুবক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৪, ১১:৪৯| আপডেট : ২২ মে ২০২৪, ১১:৫৬
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে গুলিতে ফরিদ আহমেদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ আহমেদ পার্শ্ববর্তী উজিলাব গ্রামের মোস্তফা কামালের ছেলে।

নিহতের স্বজনেরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে টেপিরবাড়ি গ্রামের আতাউর রহমানের ছেলে মো. শাকিব, মো. মারুফ ও মো. মাহফুজ ২০ থেকে ২৫ জন সশস্ত্র সঙ্গী নিয়ে তাদের আপন চাচাতো ভাই একই গ্ৰামের মো. ইমরানের ওপর হামলা চালাতে আসেন।

এ সময় তারা নিজেদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের এক পর্যায়ে শাকিব তার নিজের কাছে থাকা পিস্তল দিয়ে ইমরানকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি ইমরানের সঙ্গে থাকা তার বন্ধু মো. ফরিদ আহমেদের শরীরে লাগে। এতে গুরুতর জখম হন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন মো. মোক্তার হোসেন বলেন, চাচাতো ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ কয়েক বছর ধরে চলমান। তবে মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে ইমরানের সঙ্গে শাকিবের বাকবিতণ্ডা হয়। ক্ষুব্ধ হয়ে শাকিব তার ভাই ও অন্যান্য সঙ্গীদের নিয়ে ইমরানের ওপর হামলা চালাতে এসেছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্তের কাজ চলছে।

(ঢাকা টাইমস/২২মে/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাবিপ্রবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল শিক্ষার্থীরা
দেশে ফিরলেন খালেদা জিয়া
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা