সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কায় ট্রাকের হেলপার নিহত

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে অজ্ঞাত গাড়িতে ধাক্কা লেগে জুয়েল সরকার (৩৬) নামে এড্রামট্রাকের এক হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টায় মহাসড়কের আল-আমীন গার্মেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহত জুয়েলের বাড়ির ঠিকানা এবং পরিবারের পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় ড্রামট্রাকটির চালক রুবেল হাওলাদারকে (৩২) আটক করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ একেএম শরফুদ্দীন। তিনি জানান, ‘একটি ড্রামট্রাক অজ্ঞাতনামা আরেকটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের ঠিকানা আর পরিবারের পরিচয় পাওয়া সম্ভব হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ‘ট্রাকটি জব্দ ও সেটির চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
(ঢাকাটাইমস/২৯মে/এজে)

মন্তব্য করুন