বোয়ালমারীতে বালুবাহী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল কৃষকের

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৪, ১৩:১৬| আপডেট : ০৩ জুন ২০২৪, ১৩:৪৯
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে বালুবাহী ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক কৃষকের। সোমবার সকালে পৌরসভার কামারগ্রামে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম উলফাত মোল্যা। তিনি বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শী জহির উদ্দিন নামে এক পথচারী জানান, বিদ্যুৎ অফিসে বিল দিয়ে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন কৃষক উলফাত মোল্যা। এ সময় দ্রুতগামী একটি বালুবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। ট্রাক্টরের চাকা মাথার ওপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্রাক্টরের চালক এসময় গাড়িটি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পরে পুলিশ মরদেহটি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক উলফাত মোল্যাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছেন বলে জানান ডা. আন্না সুলতানা।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক্টরটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক পলাতক। গাড়িটির মালিক বা চালকের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/০৩জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরলেন খালেদা জিয়া
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা