রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১, বিমানবন্দর বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০০
ফাইল ফটো

ইউক্রেনের ড্রোন হামলায় একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। হামলার কোরণে মস্কোর প্রধান বিমানবন্দরগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে রাশিয়া।

আজ মঙ্গলবার মস্কোতে ২০টি এবং অন্যান্য অঞ্চলে ১২৪টি ড্রোন দিয়ে হামলা পরিচালনা করেছে ইউক্রেন। খবর রয়টার্স।

রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, হামলার পর মস্কোর চারটি বিমানবন্দরের মধ্যে তিনটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। মস্কোর দিকে যাওয়ার একটি প্রধান সড়কও আংশিক বন্ধ রাখা হয়েছে।

মস্কোর গভর্নর আন্দ্রেই ভরোবিয়োভ জানিয়েছেন, ড্রোন হামলায় মস্কো অঞ্চলের দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪৩ জনকে অস্থায়ী আবাসন কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়া রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ৭০টিরও বেশি এবং অন্যান্য অঞ্চলে আরও দশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

পূর্ব ইউক্রেনে রাশিয়ার হামলার সঙ্গে সঙ্গে কিয়েভ রাশিয়ায় বড় ড্রোন হামলার মাধ্যমে যুদ্ধকে রাশিয়ার দিকে নেওয়ার চেষ্টা করছে।

রাশিয়া বলছে, বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এসব হামলা সন্ত্রাসবাদের শামিল।

ইউক্রেন বলেছে, ইউক্রেন আক্রমণকারী রাশিয়ার অভ্যন্তরে আক্রমণের অধিকার ইউক্রেনের আছে।

কিন্তু মঙ্গলবারের হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইউক্রেনের ড্রোন হামলার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। সেপ্টেম্বরের শুরুতে রাশিয়ার জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর পর মঙ্গলবার পুনরায় হামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/টিটি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :