চাটখিলে যৌথ বাহিনীর অভিযানে কবরস্থান থেকে অস্ত্র উদ্ধার

নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হলো থানা থেকে লুট হওয়া অস্ত্র। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার অস্ত্র উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের মিছাব বাড়ী সংলগ্ন কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, চাটখিল থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে ৫ আগস্ট দুষ্কৃতকারীদের আক্রমণে চাটখিল থানা থেকে লুট হওয়া একটি শর্টগান ও এক রাউন্ড সিসা কার্তুজ উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ৫ আগস্ট দুর্বৃত্তরা চাটখিল থানায় আক্রমণ করে অস্ত্রাগার লুট করে নিয়ে যায়। উদ্ধার হওয়া শর্টগানটি সেসময় চাটখিল থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে পুলিশ নিশ্চিত করেছে।(ঢাকা টাইমস/১১সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন