রামাল্লায় আল জাজিরার কার্যালয়ে ইসরায়েলি বাহিনীর হানা, সম্প্রচার বন্ধের নির্দেশ

ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের রামাল্লা শহরে আল–জাজিরা টেলিভিশনের ব্যুরো কার্যালয়ে অভিযান চালিয়েছে। প্রাথমিকভাবে ৪৫ দিনের জন্য কার্যালয়টি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইসরায়েল। খবর আল জাজিরা, বিবিসি।
ভোরের আল–জাজিরার কার্যালয়ে দখলদার সেনাদের আক্রমণাত্মকভাবে ঢুকে চ্যানেলটির পশ্চিম তীরের ব্যুরোপ্রধান ওয়ালিদ আল-ওমরির কাছে সম্প্রচার বন্ধের সামরিক আদেশটি দেন। এরপর লাইভ সম্প্রচার চলাকালে আদেশটি পড়ে শোনান আল-ওমরি। পরে চ্যানেলটির সম্প্রচার ব্যাহত হয়।
এদিকে ‘প্যালেস্টাইনিয়ান জার্নালিস্টস সিন্ডিকেট’ এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর এ ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের কাজের স্বাধীনতার লঙ্ঘন। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে দখলদারদের দমনপীড়ন তুলে ধরছে এমন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা আসছে বলেও ইঙ্গিত দেওয়া হয় ওই বিবৃতিতে।
এর আগে গত মে মাসে ইসরায়েলি বাহিনী জেরুজালেমে একটি হোটেলের কক্ষে অভিযান চালায়, যা আল–জাজিরার কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। ইসরায়েলি সরকার আল–জাজিরা টিভির স্থানীয় কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর এ ঘটনা ঘটে।
(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এফএ)

মন্তব্য করুন