মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: জনমত জরিপে ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে এগিয়ে কমলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৯
অ- অ+

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সাম্প্রতিক জনমত জরিপে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস।

১৮-২০ সেপ্টেম্বর পরিচালিত মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ ও ব্রিটিশ গবেষণা সংস্থা ইউগভের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রজুড়ে ৩ হাজার ১২৯ জন উত্তরদাতার অংশগ্রহণে ৫২ শতাংশ ভোট পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কমলা হ্যারিস। অপরদিকে ‘সুইং স্টেট’ বা যেসব রাজ্যে বিজয়ীরা ক্ষমতা লাভ করে সেখানে কমলা এবার ৫১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে।

জরিপে কমলার এগিয়ে থাকার সম্ভাব্য কারণ হিসেবে ধরা হচ্ছে অর্থনৈতিক মনোভাবের উন্নতি এবং ট্রাম্পের বিপরীতে সাম্প্রতিক বিতর্ক।

এদিকে গত ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত আরেক মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির জরিপে দেখা গেছে, ৪৯-৪৪ ব্যবধানে এগিয়ে আছেন কমলা।

এনবিসি আরও জানায়, জুলাইয়ের পর থেকে কমলা হ্যারিসের জনপ্রিয়তা ১৬ পয়েন্ট বেড়েছে, যা ৯/১১- এর পর কোনো রাজনীতিবিদের জন্য বৃদ্ধি পাওয়া এটি সর্বাধিক জনপ্রিয়তা।

অন্যদিকে, ট্রাম্প সমর্থক ফক্স নিউজের ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত ১ হাজার ১০২ জন নিবন্ধিত ভোটারের ওপর জরিপ চালিয়ে দেখিয়েছে, কমলা হ্যারিস ৫০ শতাংশ এবং ট্রাম্প ৪৮ শতাংশ ভোট পেয়েছেন।

নেপোলিটান নিউজ সার্ভিস, মেইনস্ট্রিট রিসার্চ এবং ইকোনমিস্ট জরিপে কমলা হ্যারিস যথাক্রমে ৫০, ৪৯, এবং ৪৯ শতাংশ ভোট পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। অন্যান্য আরও জরিপে মিশ্র ফলাফল দেখা গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পকে হত্যার চেষ্টা কিছু কিছু সমর্থককে আবেগি করে দিচ্ছে। অন্যদিকে অর্থনৈতিক উন্নতির কারণে লাভবান হতে পারেন কমলা হ্যারিস।

বেশিরভাগ জরিপের ফলাফল দেখা যাচ্ছে, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রতিযোগিতা ততই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে। ফলে উভয় প্রার্থীর ফলাফলই অনিশ্চিত।

সূত্র: আনাদোলু

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/টিটি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
টাঙ্গাইলে ৫ বছরেও অসমাপ্ত ব্রিজের নির্মাণকাজ! ঠিকাদার লাপাত্তা ৬ মাস 
সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি ‘ব্লকড’
যে কারণে স্থগিত হয়ে গেল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা