বাংলাদেশে প্রথম কো-পাইলট প্লাস ল্যাপটপ নিয়ে এলো আসুস

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৬
অ- অ+

আসুসের প্রথম কো-পাইলট প্লাস পিসি, আসুস ভিভোবুক এস-১৫ এবার এসেছে বাংলাদেশের বাজারে। রাজধানীতে আসুস বাংলাদেশ আয়োজিত 'নেক্সট লেভেল, এআই ইনক্রেডিবল’ শীর্ষক একটি ইভেন্টে নতুন এই ল্যাপটপটি উন্মোচন করা হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর সেরা এক্সপেরিয়েন্স দেবে আসুসের ভিভোবুক এস ১৫। মাইক্রোসফট এবং কোয়ালকমের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে আসুসের এই ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে এআরএম বেসড স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর। কোপাইলট ফিচারটি সহজে ব্যবহারের জন্য এবং দ্রুত এআই-চালিত টুলগুলোতে অ্যাক্সেস পেতে এতে রয়েছে একটি ডেডিকেটেড কি বাটন। আলাদা এই কোপাইলট কি-বাটনটি মূলত কোপাইলট প্লাস পিসির অন্যতম বিশেষ ফিচার।

ল্যাপটপটির উদ্বোধনী অনুষ্ঠানে এআই ইঞ্জিন এবং কোপাইলটের সুবিধাসহ মূল ফিচারগুলো তুলে ধরেছে আসুস বাংলাদেশ। দেশের বাজারে ভিভোবুক এস ১৫ ল্যাপটপটি পাওয়া যাবে ১ লাখ ৭৪ হাজার ৯৯০ টাকায়।

স্টোরেজের সুবিধায় আছে আল্ট্রাফাস্ট ৫১২ জিবি পিসিআইই ৪.০ এসএসডি। এছাড়া থাকছে ১৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি এবং ৮৪৪৮ মেগাহার্টজ এলপিডিডিআর৫এক্স র‍্যাম সুবিধা।

ভিভোবুক এস ১৫ ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে সিলভার রঙে এবং প্রিমিয়াম লেভেলের ধাতব ম্যাটেরিয়াল দিয়ে। ১.৪৭ সেমি পাতলা এই ল্যাপটপটি আকারে ১৫.৬-ইঞ্চি এবং ওজনে মাত্র ১.৪২ কেজি।

এর ডিসপ্লেটি হলো আসুস লুমিনা ওলেড। রেজল্যুশন থ্রি-কে এবং রিফ্রেশ রেট ১২০ হার্জ। কি-বোর্ডে ব্যবহার করা হয়েছে আরজিবি ব্যাকলাইট, যার রঙ পরিবর্তন করা যায়। এছাড়া এতে আছে একটি বড় আকারের টাচপ্যাড।

ব্যাটারি ৭০ ওয়াটের এবং ১৮ ঘণ্টার ওপরে ল্যাপটপটি নিরবচ্ছিন্নভাবে চলতে পারে। বাংলাদেশে আসুসের অথোরাইজড রিটেইল স্টোরে নতুন ল্যাপটপটি পাওয়া যাবে।

আসুস বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এমডি আল ফুয়াদ বলেন, ‘গ্রাহকদের ইনোভেশন এবং নতুন এক্সপেরিয়েন্স দিতে ভূমিকা পালনের ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথম কোপাইলট প্লাস পিসি নিয়ে এসেছে আসুস। আমরা বিশ্বাস করি গ্রাহকদের কর্মক্ষমতা এবং দক্ষতা বাড়াতে আসুসের এই নতুন ল্যাপটপটি সহায়ক হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসুসের বিজনেস পার্টনার গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যক্তিবর্গ– ম্যানেজিং ডিরেক্টর এমডি রফিকুল আনোয়ার এবং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার। অনুষ্ঠানে আরও ছিলেন আসুসের পার্টনাররা।

ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
টাঙ্গাইলে ৫ বছরেও অসমাপ্ত ব্রিজের নির্মাণকাজ! ঠিকাদার লাপাত্তা ৬ মাস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা