মসিকে ১৮ দিনব্যাপী কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকাদান শুরু

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৪, ১৯:০১
অ- অ+

১৮ দিনব্যাপী কিশোরীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি শুরু করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে কিশোরীদের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী ইউসুফ।

এর আগে, সকালে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি করপোরেশন পর্যায়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ. কে দেবনাথের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী।

এসময় তিনি জানান, এই ক্যাম্পেইনের মাধ্যমে সিটি করপোরেশন এলাকার ৩১৪ টি স্কুলের ২৭ হাজার ৭২৪ জন কিশোরীকে এবং স্কুল বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী ৮৫৭ জন কিশোরীকে এইচপিভি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ সরকারের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও দ্যা ভ্যাকসিন অ্যালায়েন্স-গ্যাভি ও পাথের সহায়তায় রেজিষ্ট্রেশনের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এসময় টিকা কার্যক্রম নিয়ে মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ. কে দেবনাথ জানান, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের লক্ষ্যে মোট ১৮ দিন টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে প্রথম ১০ দিন স্কুল পর্যায়ে এবং পরের ৮ দিন কমিউনিটি পর্যায়ে স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীরা টিকা পাবে। কেউ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা নিতে অসমর্থ হলে তারা স্থায়ী কেন্দ্রে টিকা নিতে পারবে। এছাড়া স্থায়ী কেন্দ্রে শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরাও বিনামূল্যে এ টিকা গ্রহণ করতে পারবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে মসিকের মেডিকেল অফিসার ডা. মণিদীপা দাস জানান, বছরে বিশ্বের প্রায় ছয় লাখ নারী জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হন। যার মধ্যে তিন লাখ মৃত্যুবরণ করেন। বাংলাদেশে বছরে আক্রান্ত হন আট হাজার ২০০ জন, আর মারা যান চার হাজার ৯০০ নারী। দেশে নারীরা যত ধরনের ক্যানসারে আক্রান্ত হন, তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে জরায়ুমুখ ক্যানসার।

তিনি আরও জানান, অল্প বয়সে বিয়ে, বেশি সন্তান জন্ম দেওয়া, ঘন ঘন গর্ভধারণ, একাধিক সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো স্বামীদের কারণে এই ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সাধারণত এই ভাইরাস দ্বারা সংক্রামিত হওয়া থেকে জরায়ুমুখ ক্যানসারের লক্ষণ প্রকাশ পেতে ১৫-২০ বছর সময় লাগে। এ জন্য এই রোগকে নীরব ঘাতক বলা হয়। আক্রান্ত রোগীদের অধিকাংশই প্রায় শেষ পর্যায়ে শনাক্ত হন যখন রোগ থেকে সেরে ওঠা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। কিশোরীদের নির্দিষ্ট বয়সে ১ ডোজ এইচপিভি টিকা প্রদান করলে এই ক্যানসার প্রতিরোধ করা সম্ভব।

এসময় টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. প্রদীপ কুমার সাহা, জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন, মসিকের সচিব সুমনা আল মজিদ, আঞ্চলিক কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম মাজহারুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. রেজোয়ানা ইসলাম, প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক চাঁন মিয়া ও মসিকের স্বাস্থ্য বিভাগের প্রধান সহকারী ওয়ালিউল ইসলাম মামুন প্রমুখ।

(ঢাকা টাইমস/২৪অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
মির্জাপুরে উদ্ধার হওয়া গরু ফিরিয়ে দিতে ৫০ হাজার টাকা চাইলেন এসআই
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: তাদের বিরুদ্ধে এত অভিযোগ, তবুও বহাল...
পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা