ট্রাম্পের বিজয়ে যা বলছে চীন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ ও নেতারা তাকে অভিনন্দন জানিয়েছে। তবে চীনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো অভিনন্দন বার্তা পাঠানোর খবর পাওয়া যায়নি।
বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সাংবাদিকদের জানিয়েছেন, মার্কিন নির্বাচনের ফলাফল সম্পূর্ণরূপে প্রকাশিত এবং ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রেসিডেন্ট ঘোষণা করার পর চীনও নিয়ম অনুযায়ী প্রাসঙ্গিক বিষয়গুলো পালন করবে।
অন্যদিকে, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের আবারও নির্বাচিত হওয়ায় চীনের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই ট্রাম্পকে নিয়ে চীনা নাগরিকদের মধ্যে বাড়তি একটা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছিলো। অনেকেই তাকে পছন্দ করেন এবং প্রায়শই ‘কমরেড ট্রাম্প’ নামে ডেকে থাকেন।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন কৌতুক করে লিখেছেন, ‘আগামী চার বছরে অনেক মজা দেখা যাবে।’ আর এই পোস্টটিতেই সবচেয়ে বেশি লাইক পড়েছে।
তবে চীনের যেসব ব্যবসায়িরা যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করেন, তাদের মধ্যে বেশ উদ্বেগ দেখা যাচ্ছে। এর কারণ নির্বাচনি প্রচারণায় ট্রাম্প বলেছিলেন যে, তিনি ক্ষমতায় গিয়ে বিদেশি পণ্যের ওপর কর বাড়াবেন।
মঙ্গলবার স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। আগামী ৪ বছরের জন্য হোয়াইট হাউজের বাসিন্দা হতে চলেছেন রিপাবলিকান দলের এ বিজয়ী প্রার্থী।
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী, বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট হলেন। তিনি প্রয়োজনীয় ২৭০টি ইলেকট্রোরাল ভোট নিশ্চিতসহ ২৭৯টি ভোট পেয়েছেন করেছেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২২৩টি।
এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিশ্বনেতাদের অনেকেই এরইমধ্যে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন— ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি, ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটসহ আরও অনেকে।
অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রেমলিন।
বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘ভুলে গেলে চলবে না যে আমরা একটি দেশের কথা বলছি যেটি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।’
রাশিয়া সতর্কতার সঙ্গে মার্কিন নির্বাচন পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি বলেন, ‘এখনও আমাদের অপেক্ষা করতে হবে, কারণ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট (বাইডেন) আরও প্রায় দেড় মাস ক্ষমতায় থাকবেন।’
এছাড়া উত্তর কোরিয়ার পক্ষ থেকেও ট্রাম্পের জয়ের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র: বিবিসি
(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এমআর)

মন্তব্য করুন