স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের ফোন আনল রিয়েলমি, রয়েছে পানির নিচে ফটোগ্রাফি সুবিধা 

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ২১:১৬
অ- অ+

বৈশ্বিক স্মার্টফোন বাজারে অত্যাধুনিক স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট সমৃদ্ধ ডিভাইস রিয়েলমি জিটি-৭ প্রো উন্মোচন করা হয়েছে।

“এক্সপ্লোর দ্য আনএক্সপ্লোর্‌ড” থিমের এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি পারফরম্যান্স ও মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করবে বলে দাবি কোম্পানিটির।

“ডার্ক হর্স অব এআই” নামে পরিচিত রিয়েলমি জিটি-৭ প্রো স্মার্টফোনটি তৈরি করা হয়েছে কোয়ালকম ও গুগলের নেতৃত্বে। শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকায় এই ফোনে ব্যবহারকারীরা পাবেন উদ্ভাবনী এআই প্রযুক্তির অসাধারণ অভিজ্ঞতা। এর মধ্যে স্কেচকে বড় ইমেজে পরিণত করতে রয়েছে এআই স্কেচ টু ইমেজ ফিচার, নিখুঁত ছবি তুলতে সহায়ক এআই মোশন ডেবলার ও এআই টেলিফটো আল্ট্রা ক্ল্যারিটি এবং ভিজ্যুয়ালকে ১.৫কে পর্যন্ত উন্নত করে গেমিং অভিজ্ঞতাকে আরো বেশি প্রাণবন্ত করে তুলতে রয়েছে এআই গেম সুপার রেজোল্যুশন।

রিয়েলমি জিটি-৭ প্রো স্মার্টফোন ইন্ডাস্ট্রির প্রথম ডিভাইস, যা পানির নিচে সম্পূর্ণ ফটোগ্রাফির সুবিধা প্রদান করে। এটি স্বয়ংক্রিয়ভাবে পরিস্থিতি শনাক্ত করে আন্ডারওয়াটার মোডে পরিবর্তিত হয়।

আইপি৬৯ রেটিং ও আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি সমৃদ্ধ এই ডিভাইসটি ব্যবহারকারীদের পানির নিচে ফোন আনলক করার পাশাপাশি উন্নতমানের ছবি তোলার সুযোগ মিলবে। এমনকি টাচ করার মাধ্যমেও এই ফোন নিয়ন্ত্রণ করা সম্ভব। পানির ২ মিটার গভীরে ৩০ মিনিট পর্যন্ত এই ফোন ব্যবহার করা যায়। ফোনটিতে যাতে পানি না জমে যায়, তা নিশ্চিত করে এর সনিক ওয়াটার-ড্রেইনিং স্পিকার। ফলে পানির নিচে অ্যাডভেঞ্চার, স্নরকেলিং এবং ড্রিফটিং-এর জন্য একটি আদর্শ ফোন রিয়েলমি জিটি ৭ প্রো।

ফোনের নতুন এআই ডেমোশন ইঞ্জিনচালিত ফিচার এআই স্ন্যাপ মোড ফোনপ্রেমীদের দ্রুতগতির ফটোগ্রাফিতে দারুণ স্পষ্ট ছবি তুলতে সাহায্য করে। এতে অসাধারণ মুহূর্তগুলোকে সহজে ও নিখুঁতভাবে ক্যামেরাবন্দি করা সম্ভব। পাশাপাশি, লাইভ ফটো সাপোর্টের মাধ্যমে রঙিন মুহূর্তগুলো ডিফল্ট অ্যালবামে সংরক্ষণ এবং ইনস্টাগ্রামে শেয়ার করা যায়।

স্মার্টফোনটিতে প্রথমবারের মতো ফ্লুইড ডিজাইন ও উন্নত এআই ফিচারের সমন্বয়ে তৈরি রিয়েলমি ইউআই ৬.০ ব্যবহার করা হয়েছে। এর নতুন ফ্লাক্স থিম ব্যবহার করে আইকন, লকস্ক্রিন ও ওয়ালপেপার সহজেই কাস্টমাইজ করা যায়। ফোনের উন্নত লাইভ অ্যালার্ট ফিচারের মাধ্যমে অ্যাপ পরিবর্তন না করেই তাৎক্ষণিক আপডেট পাওয়া যায়।

রিয়েলমি জিটি-৭ প্রো তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে: স্টার ট্রেইল টাইটেনিয়াম, লাইট হোয়াইট এবং সীমিত সংস্করণের মার্স এক্সপ্লোরেশন। স্টোরেজ অপশন হিসেবে রয়েছে ১২ জিবি + ২৫৬ জিবি এবং ১৬ জিবি + ৫১২ জিবি।

ঢাকাটাইমস/১৯নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
টাঙ্গাইলে ৫ বছরেও অসমাপ্ত ব্রিজের নির্মাণকাজ! ঠিকাদার লাপাত্তা ৬ মাস 
সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি ‘ব্লকড’
যে কারণে স্থগিত হয়ে গেল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা