খুলনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

খুলনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, ২১:০৯
অ- অ+

খুলনার পাইকগাছা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গদাইপুর ফুটবল মাঠে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন।

নিহতরা হলেন— উপজেলার মালথ গ্রামের বাবু শেখের ছেলে রুহুল আমিন (৩০) ও একই গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩১)।

আহত হুসাইন গাজী (২৩) উপজেলার হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মালথ গ্রামের রুহুল আমিন ও একই গ্রামের ফিরোজ মোল্লা পাইকগাছা মৎস্য আড়ৎ থেকে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে গদাইপুর ফুটবল মাঠের পাশে পৌঁছালে খুলনার দিক থেকে আসা কয়রা হুসাইন গাজী বিচালীবোঝাই নছিমন গাড়ি ক্রস করার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে যান।

পরিবার সূত্রে জানা গেছে, খুমেক হাসপাতালে নেওয়ার পথে কৈয়া বাজারে পৌঁছালে মারাত্মক আহত রুহুল আমিন ও ফিরোজ ২০ মিনিটের ব্যবধানে নিহত হন।

পাইকগাছা হাসপাতালের চিকিৎক ইব্রাহিম খলিল গাজী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করে। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, দুর্ঘটনার খবর শুনেছি। তবে মারা গেছে কিনা জানি না, খবর নিচ্ছি। মরদেহ পৌঁছালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/১৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
মনোহরদীতে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান, নলকূপ ও খাদ্যসামগ্রী বিতরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা