সখীপুরে বন বিভাগের বেদখল হওয়া ১৩ একর জমি উদ্ধার 

সখীপুরে (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৫, ১৪:০৮| আপডেট : ২৪ জুন ২০২৫, ১৪:১১
অ- অ+

টাঙ্গাইলে সখীপুরে যৌথ বাহিনীর অভিযানে বন বিভাগের বেদখল হওয়া ১৩ একর জমি উদ্ধার করা হয়েছে। এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা বন বিভাগের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী ও টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহ।

মঙ্গলবার উপজেলার বহেড়াতৈল রেঞ্জের বগা প্রতিমা গ্রাম থেকে এ জমি উদ্ধার করা হয়।

বহেড়াতৈল রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, বন বিভাগের গেজেটভুক্ত ১৩ একর জমি দীর্ঘদিন পাবলিকের দখলে ছিল। যৌথ অভিযানে আজ দখলমুক্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী এ বিষয়ে বলেন, এ অভিযানে অংশ নেন সেনাবাহিনী, পুলিশ ও বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা। উদ্ধারকৃত ওই জমিতে ১১ হাজার বিভিন্ন বনজ ও ফলদের চারা রোপণ করা হবে। পরিবেশ রক্ষায় বন বিভাগের এ জমি উদ্ধার করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

(ঢাকা টাইমস/২৪জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা