শিবগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিলসহ চোরাকারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৩| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২১
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকাষা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিলসহ জাহাঙ্গীর নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

শনিবার ভোর ৫টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বালুটঙ্গি গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিক্তিতে বিজিবি জানতে পারে বালুটঙ্গি গ্রামের মাঠের মধ্য দিয়ে মাদক চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষিতে বিজিবি ওই স্থানে টহলদল জোরদার করলে সন্দেহভাজন এক ব্যক্তিকে মাঠের মধ্য দিয়ে আসতে দেখে তাকে থামার সংকেত দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া করে আটক করা হয়। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে বডিতে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেনসিডিল খুঁজে পায় বিজিবি।

আটককৃত ব্যক্তি হলেন জেলার শিবগঞ্জ উপজেলার সাহাপাড়ার গ্রামের সোহরাবের ছেলে জাহাঙ্গীর।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদক মামলা করা হয়েছে।

(ঢাকা টাইমস/০১ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা