সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী এবং সদস্য সচিব মো. আব্দুল আলীমের নেতৃত্বাধীন কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
নতুন কমিটিতে রহমতউল্লাহ পলাশ আহ্বায়ক এবং আবু জাহিদ ডাবলু সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। রহমতউল্লাহ পলাশ সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং আবু জাহিদ ডাবলু জেলা যুবদলের সাবেক সভাপতি।
এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে চারজন হলেন— আবুল হাসান হাদি, তাসকিন আহমেদ চিশতি, ডা. মনিরুজ্জামান এবং মো. আখতারুল ইসলাম।
দলীয় সূত্র জানিয়েছে, ২০১৯ সালের ১১ ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক চিঠিতে অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী আহ্বায়ক ও আব্দুল আলিমকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৯টি ইউনিটের কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয় চিঠিতে। তবে ৫ বছর পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি ইফতেখার আলী এবং আব্দুল আলীমের নেতৃত্বাধীন ওই কমিটি।
নতুন কমিটি জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে এবং দলীয় ঐক্য সুসংহত করতে কাজ করবে বলে আশা করছে নেতাকর্মীরা।
(ঢাকা টাইমস/০৩ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন