রাঙামাটিতে নিজ বাসা থেকে তৃতীয় লিঙ্গের একজনের গলাকাটা মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৩| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২২
অ- অ+

রাঙামাটি জেলার কাউখালীতে নিজ বাসা থেকে শীলা নামে তৃতীয় লিঙ্গের একজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিলা বাবার বাড়িতে না থেকে বেতবুনিয়ায় বসবাস করতেন। তিনি উপজেলার তৃতীয় লিঙ্গের কমিউনিটির নেতা হিসেবে পরিচিত ছিলেন। উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিত টাকা উত্তোলন করতেন। তবে চার বছর আগে শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন ঘটান বলে জানা যায়। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতেন বলে জানা গেছে।

প্রতিবেশীরা জানান, রবিবার রাত ১১টার পর অপরিচিত ৫ জনকে বাসায় ঢুকতে দেখেন প্রতিবেশীরা। তবে তাদের কেউ বের হতে দেখেননি। সোমবার বিকালে তার বাড়ির পাশে থাকা আরেক তৃতীয় লিঙ্গের ব্যক্তি শিলার খোঁজে এলে সাড়া না পেয়ে অন্যদের খবর দেন। দরজা খুলে দেখা যায়, বিছানায় গলাকাটা মরদেহ পড়ে আছে। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘শিলা নামে এক তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। আমরা বেশকিছু আলামত জব্দ করেছি। তবে ধারণা করা হচ্ছে, রবিবার রাতে হিজড়া শিলার বাসাতে মাদকের আড্ডা হচ্ছিল। প্রাথমিক তদন্ত ও আইনি কাজ শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

(ঢাকা টাইমস/০৪ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা