রাবিতে কোরআন পোড়ানোর ঘটনায় সন্দেহভাজন একজন আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ্ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে দোষীর নাম পরিচয় এবং কোন থানায় আছে এ সম্পর্কে কিছু জানা যায়নি।
এর আগে উপাচার্য ফেসবুকে জানান, পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগ ঘটনার মূল সন্দেহভাজন এখন পুলিশ কাস্টোডিতে। আলহামদুলিল্লাহ। আমরা যথাসময়ে বিস্তারিত জানাতে পারব। আমাদের তদন্ত কমিটি অসাধারণ কাজ করেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের, যাদের সহযোগিতা ছাড়া ঘটনা ঘটার ৪৮ ঘণ্টার ভেতর আমাদের তদন্ত কমিটি সন্দেহভাজন শনাক্ত করতে পারত না। অসংখ্য ধন্যবাদ পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে যারা তাদের দায়িত্ব পালন করেছে।
এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোষীর পরিচয় প্রকাশ না করায় চলছে নানা আলোচনা সমালোচনা। দোষী নাম পরিচয় জানতে চাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে উপাচার্য বলেন, যতটুকু বলা সম্ভব তা জানিয়েছি। এই মুহূর্তে আর বলার কিছু নেই। এগুলো আমাদের হাতে নেই।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হলে কে বা কারা পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগ করেছিল। এ বিষয়ে সেদিনই ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।
(ঢাকা টাইমস/০৪ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন