ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ায় লালমনিরহাটে কলেজ শিক্ষককে পুলিশে সোপর্দ

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৫
অ- অ+

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষক দেবদুলাল গুহ দেবকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। তবে তাকে আটক বা গ্রেফতার করার বিষয়ে কেউ মন্তব্য করেনি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক দেবদুলালকে ছাত্র-জনতা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের গাড়িতে তোলার সময় তার দিকে ডিমও ছোড়া হয়।

জেলার বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা জানান, দেবদুলাল ফেসবুক আইডিতে উস্কানিমূলক পোস্ট করেন যেগুলো ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের বিরুদ্ধে সাংঘর্ষিক এবং কিছু পোস্ট ধর্মীয় অনুভুতিতে আঘাত করার মতো। সে কারণে দুপুরের পর থেকে তার অবস্থানস্থল অবরোধ করেন ছাত্র-জনতা।

পরবর্তীতে লালমনিরহাট সদর থানার ওসি এবং পুলিশের লোকজন তাকে জিজ্ঞাসা করার পর একটি সাদা মাইক্রোবাসে করে তাকে সেখান থেকে নিয়ে যায়।

দেবদুলালক পুলিশ নিয়ে যাওয়ার পর বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় সামনে গিয়ে অবস্থান নেন।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পুলিশ সুপার তরিকুল ইসলাম জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কাছ থেকে মৌখিকভাবে অভিযোগ শোনেন। তারা আশ্বাস দেন দেবদুলালের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে দেশের প্রচলিত আইনে বিচার করা হবে। আর পরবর্তী সময় থেকে তিনি যেন আর লালমনিরহাট সরকারি কলেজে প্রবেশ করতে না পারেন সেই বিষয়েও আশ্বাস দেন তারা।

এছাড়া দেবদুলালের বিষয়ে কলেজের অধ্যক্ষসহ ঊর্ধতন কতৃপক্ষকেও জানানো হয়েছে বলে জানান তারা।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা