জাতীয় নির্বাচন: কুষ্টিয়ার ৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
রবিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
মনোনীত চার প্রার্থী হলেন— কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে দৌলতপুর উপজেলা শাখার আমির উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে দলটির নায়েবে আমির ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ (সদর) আসনে কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আফজাল হোসাইন।
(ঢাকা টাইমস/১০ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন