শ্রীপুরে ১৬ দফা দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪১
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ছুটির টাকা পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধসহ ১৬ দফা দাবিতে সড়ক অবরোধ কর‌ে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ক্রাউন এক্সক্লুসিভ ওয়ার লিমিটেড কারখানার শ্রমিকরা। এ সময় তারা সড়কে গাছের ডালপালা পুড়িয়ে সড়ক অবরোধ করেন।

শ্রমিকদের দাবি, বাৎসরিক অর্জিত ছুটির বকেয়া টাকা পরিশোধ, টিফিন বিল প্রদান, ঈদ বোনাস বেসিকের সমপরিমাণ করা, এক হাজার টাকা হাজিরা বোনাস চালু, শ্রমিক ছাঁটাই বন্ধ, শ্রমিকদের প্রতি খারাপ আচরণ বন্ধ এবং সুয়িং ইনচার্জ কাইয়ূম ও লিংকিং ফেরদৌসকে চাকরিচ্যুত করা। শ্রমিকদের দাবি, এসব শর্ত পূরণ করা হলে তারা কাজে যোগ দেবেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ছুটির টাকা ও টিফিন বিল পরিশোধ করছে না, অনিয়মিত হাজিরা বোনাস দিচ্ছে এবং কথায় কথায় শ্রমিক ছাঁটাই করছে। পাশাপাশি সন্ত্রাসীদের দিয়ে তাদের ভয়ভীতি দেখানো হয় ও নির্যাতন করা হয়।

শ্রমিকদের অভিযোগের বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালকের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

শ্রীপুর শিল্প পুলিশের পরিদর্শক আবদুল লতিফ জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ১৬ দফা দাবির মধ্যে ১৪টি মেনে নিয়েছেন। তবে কারখানায় মোবাইল ফোন ব্যবহারের অনুমতি ও দুজন ইনচার্জকে চাকরিচ্যুত করার বিষয়ে তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে। শ্রমিকরা আগামীকাল থেকে কাজে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

(ঢাকা টাইমস/১১ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা