অপারেশন ডেভিল হান্ট: সোনারগাঁয়ে ছাত্রলীগ-যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৮| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৬
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সোহান হাসান, সোনারগাঁ পৌরসভার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রনি বিল্লাহ ও জামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাঁচপুর এলাকায় আওয়ামী লীগের নেতৃত্বে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও লাঠিসোটা নিয়ে নিরীহ ছাত্রদের ওপর হামলা করে। আগ্নেয়াস্ত্রের গুলিতে তিনজন নিহত ও কয়েকশ আহত হয়। ওই ঘটনায় সোনারগাঁ থানায় নিহত ও আহতদের স্বজনরা ৫টি মামলা করে। ওই ঘটনায় তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। (ঢাকা টাইমস/১১ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা