রাজনৈতিক দলগুলো লাশ নিয়ে ব্যবসা করে কিন্তু লাশকে হিরো বানায় না: ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১১
অ- অ+

রাজনৈতিক দলগুলো লাশ নিয়ে ব্যবসা করে কিন্তু লাশকে হিরো বানায় না বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বৃহস্পতিবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মিলনায়তনে তোহ্ফাতুর রাব্বি পিয়ালের লেখা রাজনৈতিক উপন্যাস ‘দাহকাল’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অন্য অতিথিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, অধ্যাপক ড. মুহাম্মদ তানজিম উদ্দিন খান, ‘মায়ের ডাক’ সংগঠনের সংগঠক সানজিদা ইসলাম তুলি, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছাত্তার মোল্লা, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া।

এছাড়া উপস্থিত ছিলেন বিগত সময়ে হত্যা এবং গুমের শিকার অনেক ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এসময় ব্যারিস্টার আসাদ্দুজ্জামান ফুয়াদ বলেন, “তরুণদের দায়িত্ব হচ্ছে নতুন রক্তের লড়াইয়ের কাব্য-উপাখ্যান তৈরি করা।”

তিনি আরও বলেন, “জন্ম থেকে চোখে না দেখলেও ‘দাহকাল’ এর লেখক পিয়াল মনের চোখ দিয়ে গভীরভাবে দেশকে দেখেন ও ভালোবাসেন।”

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, “কাকতালীয়ভাবে গতকাল (গত বুধবার) প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদন এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের তিনটি আয়নাঘর পরিদর্শনেরই চিত্র লেখকের ভাবনার প্রতিফলন বটে।”

অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, “দাহকালের লেখক পিয়াল তার দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে সবার অনুপ্রেরণা হয়েছেন।”

তিনি আরও বলেন, “২৪ এর ইতিহাস ধরে রাখতে দাহকাল এর মতো লেখা আরও প্রয়োজন।”

গুম-হত্যা নিয়ে কাজ করা ‘মায়ের ডাক’ এর সংগঠক সানজিদা ইসলাম তুলি এসময় নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি তার বড় ভাইয়ের গুম হওয়ার ঘটনার সঙ্গে ‘দাহকাল’ উপন্যাসের সাদৃশ্য খুঁজে পেয়েছেন বলে জানান

অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা সকলেই ‘দাহকাল’ উপন্যাসের বিপুল প্রচার এবং সাফল্য প্রত্যাশা করেন।

সন্ধ্যা ৭টায় সকলের উপস্থিতিতে ‘দাহকাল’ উপন্যাসের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।

উল্লেখ্য, দাহকাল উপন্যাসের বিষয়বস্তু বিগত স্বৈরাচার সরকারের নানাবিধ অত্যাচার। বিশেষ করে গুম হওয়া ব্যক্তির উপর নির্মম অত্যাচার এবং গুম হওয়া ব্যক্তির পরিবারের সুদীর্ঘ সংগ্রামের কাহিনী ফুটে উঠেছে উপন্যাসটিতে।

চন্দ্রবিন্দু প্রকাশনা থেকে প্রকাশিত উপন্যাসটি এবারের অমর একুশে বইমেলায় ৭০১-৭০২ স্টলে এবং চট্টগ্রাম বইমেলায় ৬১-৬২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ, হচ্ছে আলোচনা-সমালোচনা
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা