পঞ্চগড় সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের মৃত্যু 

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২৫, ১৬:৩৭
অ- অ+

পঞ্চগড় সীমান্তে গুলিবিদ্ধ হয়ে রাজু ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার গভীর রাতে সদর উপজেলার ঘাগড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত রাজু ইসলাম হাড়িভাষা ইউনিয়নের ঝুলিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

রবিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল শেষে ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশ সদস্য।

স্থানীয়রা জানান, গভীর রাতে রাজু ভারতের অভ্যন্তরে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় বাড়িতে আসলে রাজুকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়লে রবিবার সকাল থেকেই রাজুর বাড়িতে উৎসুক জনতার ভিড় করেন।

হাড়িভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম চৌধুরী বলেন, খবর পেয়ে রাজুর বাড়িতে এসে দেখি তার দুই পায়ে গুলিবিদ্ধ। পরে বিজিবিকে খবর দিই। এর আগে ঘাগড়া ঝুলিপাড়া এবং সাধুপাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এখানে তারকাটার বেড়া না থাকা এবং বিজিবির দুর্বলতাকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (পঞ্চগড় সার্কেল) শাইমি ইমতিয়াজ জানান, তার দুই পায়ে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর কারণ জানা যাবে।

(ঢাকা টাইমস/১৫জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা