নোবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের নেতৃত্বে শোক পদযাত্রা, কালো ব্যাজ ধারণ ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
শহীদ মিনারে প্রথমে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মুহাম্মদ হানিফ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এরপর নোবিপ্রবির বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, হল, বিভাগ, কর্মচারীবৃন্দ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ ইসমাইল, উপ-উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ রেজুয়ানুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মুহাম্মদ হানিফ।
উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাষার জন্য ১৯৫২ সালে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের বেহেশত নসিব করুন। ভাষা আন্দোলনে বৃহত্তর নোয়াখালীর একজন শহীদ সালাম এই এলাকার একজন ছিলেন। তাদের যে অবদান তা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। নোয়াখালী অনেক শিক্ষাপ্রতিষ্ঠান সক্রিয়ভাবে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। ৫২ এর ২১ ফেব্রুয়ারিতে মাইজদীতে কঠোর হরতাল পালন করা হয়েছিল। বাংলা ভাষার যে চেতনা তা যেন আমরা ধারণ করতে পারি সর্বস্তরে বাংলার প্রচলন করতে পারি। আমাদের যে ভাষার জন্য অনেকে জীবন দিয়েছে সে ভাষা যদি আমরা শুদ্ধভাবে বলতে না পারি লিখতে না পারি সেটা বড় দুঃখের ব্যাপার। বাংলার পাশাপাশি আমাদের আঞ্চলিক যে ভাষাগুলো আছে এগুলোকেও গুরুত্ব দেব।
(ঢাকা টাইমস/২১ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন