আইইউবিএটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৩
অ- অ+

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। দেশের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, বোর্ড অব গভর্নসের সদস্য ইঞ্জিনিয়ার ওয়াসিল হাসান চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান।

পরে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ‘বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের অঙ্গীকারবদ্ধ থাকতে হবে এবং নিজ ভাষার চর্চা অব্যাহত রাখতে হবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নর্সের সদস্য, উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিন, কলেজ ও বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক, সমন্বয়ক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, স্টুডেন্ট অ্যাম্বাসেডর, বিভিন্ন সোসাইটির শিক্ষার্থীরা এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ দিবস ও মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং উপস্থিত সবাইকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়।

(ঢাকা টাইমস/২১ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা