জবিতে আধঘণ্টা দেরিতে এসে পরীক্ষার সুযোগ পেলেন ১২ শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আধঘন্টা দেরিতে এসেও পরীক্ষার সুযোগ দেয়া হয়েছে ১২ শিক্ষার্থীকে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষার সময় এ চিত্র দেখা যায়। দেরিতে আসা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ওয়ার্ড রুমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।
সরেজমিনে দেখা যায়, দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয় দুপুর ১টায়। ১টা ২৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে ১২ ভর্তিচ্ছু শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক তাদের প্রশ্ন ও ওএমআর সরবরাহ করে মেডিকেল সেন্টারে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাজাম্মুল হক বলেন, ‘আমাদের নির্দেশনা ছিল পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট পর্যন্ত কেন্দ্রে শিক্ষার্থী প্রবেশ করতে পারবে। কিন্তু ২০ মিনিটের পরও কিছু শিক্ষার্থী প্রবেশ করেছে। এখন তাদেরকে বিশেষ বিবেচনায় মেডিকেল সেন্টারের ওয়ার্ডে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।’
বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন বলেন, ‘যারা দেরি করে প্রবেশ করেছে তাদের খাতা মূল্যায়নের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। উপাচার্যের সঙ্গে বৈঠক চলছে। মিটিং-এ সিদ্ধান্ত নেওয়া হবে।’
(ঢাকা টাইমস/২২ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন