টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২১

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় নুর হোসেন লিটন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার দুপুরে বউবাজার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নুর হোসেন লিটন টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার শাহজাহান আলীর ছেলে।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বউবাজার রেলগেট পার হচ্ছিলেন লিটন। এ সময় গাজীপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হারুন মিয়া বলেন, আবেদনের প্রেক্ষিতে স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
(ঢাকা টাইমস/২৪ফেব্রুয়ারি/এসএ)
মন্তব্য করুন