বগুড়ায় র্যাব পরিচয়ে শিক্ষার্থীকে অপহরণ, মূলহোতা গ্রেপ্তার

বগুড়ার জহুরুল নগরের একটি মেস থেকে শিক্ষার্থীকে র্যাব পরিচয়ে অপহরণের ঘটনার মূলহোতা মুকুল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় র্যাব-৬ ও র্যাব-১২ এর যৌথ অভিযানে নড়াইলের তারাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মুকুল হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বকচর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত বছরের ১৪ ডিসেম্বর রাত ২টায় বগুড়া শহরের জহুরুল নগর এলাকার মদিনা মসজিদ সংলগ্ন একটি ৫ম তলা মেস থেকে ফেরদৌস সরকার নামের এক শিক্ষার্থীকে র্যাব পরিচয়ে সংঘবদ্ধ চক্র অপহরণ করে নিয়ে যায়। পরে ফেরদৌসের স্ত্রীর হোয়াটসআপ নম্বরে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ওই দিনই তার স্ত্রী সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরদিন মুক্তিপণের টাকা নিতে গিয়ে নারায়ণগঞ্জ থানা বন্দর এলাকা থেকে পুলিশের কাছে আটক হন দুই নারী। দুই নারী আটকের বিষয়টি জানতে পেরে অপহরণকারীরা ফেরদৌসকে নরসিংদীর মাধবদী থানা এলাকায় হাত পা বাঁধা অবস্থায় ফেলে যায়। খবর পেয়ে ওই থানা পুলিশ ফেরদৌসকে আহত অবস্থায় উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত মুকুল হোসেনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকা টাইমস/২৮ফেব্রুয়ারি/এসএ)
মন্তব্য করুন