নওগাঁয় হেরোইনসহ মাদক কারবারি আটক

নওগাঁর মান্দা উপজেলা থেকে হেরোইনসহ পাইলট (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে উপজেলার দেলুয়াবাড়ি হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
শনিবার বেলা ১১টার দিকে শহরের উকিলপাড়া এলাকায় ডিবির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, আটক পাইলট একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে মান্দা থানায় মাদক, মার্ডার এবং চাঁদাবাজিসহ মোট ৮টি মামলা রয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার রুম থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটকের পর তার বিরুদ্ধে মান্দায় থানায় একটি মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানো হবে।
(ঢাকা টাইমস/০১মার্চ/এসএ)

মন্তব্য করুন