খুলনায় ট্রলার ডুবি, ৯০ বরযাত্রীকে উদ্ধার করলো কোস্ট গার্ড

খুলনার নলিয়ানে কালীবাড়ী খেয়াঘাটে ডুবে যাওয়া ট্রলার থেকে ৯০ বরযাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
সোমবার রাত সাড়ে ৮টায় খুলনা জেলার পাইকগাছা থানার কানাখালী হতে ছেড়ে আসা ৯০ বরযাত্রীবাহী একটি ট্রলার কালীবাড়ী খেয়াঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি লাইটার জাহাজের সাথে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। ফলে ট্রলারে থাকা ৯০ বরযাত্রী পানিতে ভাসতে থাকে। দুর্ঘটনার তথ্য পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান হতে একটি উদ্ধারকারী দল বোটে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় সকল যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত যাত্রীরা স্বল্প সময়ে সফল উদ্ধার অভিযানের জন্য কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকা টাইমস/০৪মার্চ/এলএম/এসএ)

মন্তব্য করুন