ভর্তিতে কোটা নয় এককালীন সুবিধা জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৫, ১৭:৪৪| আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৭:৪৮
অ- অ+

জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪- আহত শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা সংরক্ষণ রাখার সিদ্ধান্তে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতি শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত আসনসংখ্যার অতিরিক্ত একটি আহত শহীদ পরিবারের সদস্যদের ভর্তির জন্য সংরক্ষিত থাকবে। এটি কেবল চলতি ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।

মার্চ জারি করা এক অফিস আদেশে নতুন এই সিদ্ধান্তের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে নীতিমালায় ভর্তিতে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য শতাংশ কোটা ছিল। ২০ ফেব্রুয়ারি এক আদেশের মাধ্যমে এই শতাংশের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪- আহত শহীদ পরিবারের সদস্যদেরও যুক্ত করার কথা বলা হয়েছিল।

নতুন আদেশে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪- আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি দেখাতে হবে। ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪- শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪- আহত শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধাতালিকা থেকে এই আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।

এদিকে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪- আহত শহীদ পরিবারের সদস্যদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই সুবিধা এককালীন হবে। এটি ক্ষতিগ্রস্ত পরিবারকে যে এককালীন সহায়তা দেওয়া হচ্ছে, তারই অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি কোনোভাবেই কোটার সঙ্গে তুলনীয় নয়।

(ঢাকাটাইমস/৪মার্চ/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা