বগুড়া কারাগারে এবার মারা গেলেন আ.লীগ নেতা ভুট্টু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৫, ২১:২৮
অ- অ+

বগুড়া কারাগারে এমদাদুল হক ভুট্টু (৫১) নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। মঙ্গলবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ। এমদাদুল হক ভুট্টু (৫১) গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক।

জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, বিস্ফোরক ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত ২৬ ফেব্রুয়ারি এমদাদুল হক ভুট্টুকে কারাগারে পাঠানো হয়। উচ্চ রক্তচাপ সংক্রান্ত জটিলতার কারণে সেদিনই তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে ওঠেন তিনি।

মঙ্গলবার সেহরির শেষে সকালে হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। পরে তাকে দ্রুত শজিমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগারের এই কর্মকর্তা আরও জানান, সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে বগুড়া কারাগারে থাকাকালীন অসুস্থ হয়ে আওয়ামী লীগের চার নেতা মারা গেছেন। তারা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু, গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন।

(ঢাকাটাইমস/১১মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা